শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

গাজীপুরে ১৩ দফা দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ 

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরে ১৩ দফা দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ 

গাজীপুর মহানগরীর পূবাইলে নির্ধারিত সময়ে বেতন দেয়াসহ ১৩ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এপিএস গার্মেন্টস শ্রমিকরা। 

সোমবার (৯ সেপ্টেম্বর) গাজীপুর মহানগরীর ৪২নং ওয়ার্ড পূবাইল থানাধীন তালটিয়া গার্মেন্টসের সামনে এ বিক্ষোভ শুরু হয়। এ সময় টঙ্গী-কালিগঞ্জ রাস্তা বন্ধ ছিল প্রতিবেদনটি লেখা পর্যন্ত শ্রমিকদের বিক্ষোভ চলছিল।   

গার্মেন্টসের প্রায় ২ হাজার শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে, সব কর্মচারীকে ৭ তারিখের মধ্যে বেতন দিতে হবে। হাজিরা বোনাস ১ হাজার টাকা করতে হবে। বেতন ১৫ শতাংশ বৃদ্ধি করতে হবে। ১৮ দিনের ছুটির টাকা একসঙ্গে দিতে হবে। চাকরি ছাড়ার ১৫ দিনের মধ্যে সার্ভিস বিল দিতে হবে। ৬ মাস চাকরি মেয়াদ হলেও ঈদ বোনাস দিতে হবে।

তারা বলেন, দাবিগুলো যখনই উপস্থাপন করা হয়, তখনই কারখানার কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে খারাপ ব্যবহার করেন ও চাকরিচ্যুত করে দেয়। কোনো ছুটি দেয়া হয় না। এছাড়া অসুস্থ হলে চিকিৎসাসেবা পাওয়া যায় না।

এ বিষয়ে পূবাইল থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয় পক্ষের সঙ্গে আলোচনায় অংশ নেয় পূবাইলের বৈষম্যবিরোধী শিক্ষার্থীরাও।

টিএইচ